Posts

Showing posts from February, 2010

সরীসৃপ

রোদ ম্রিয়মান হলে এ শহর নিজেরে ঢেকে দেয় কুয়াশার কাফনে ফুটপাত ধরে হেঁটে যাই, কনকনে বাতাস, মিহি থেকে তীব্র হয় আমাদের চেনা এ পথে এখন সকলই অচেনা মুখ, অচেনা সুর সড়ক দ্বীপে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশই শুধু চেনা জানা কেননা সেই পুরনো পোষাকেই দাড়িয়ে থাকে সে, তোমার আমার মতো বারবার পাল্টায়না খোলস। নীল পোষাক, সাদা পোষাক, খয়েরি পোষাক তোমার... স্লাইড শোর মতো একটার পর একটা ছবি দ্রুত মিলিয়ে যায় আমি পাল্টাই, তুমি পাল্টাও, ঘেন্না হয় এই সাপের জীবন।