Posts

Showing posts from August, 2011

সন্তাপ ০১

সকাল সকালেই আসে রোজ, ঠিকমতো ঘড়িটা ঘুরছে পুরনো নিয়মে, এই মেঘ এই রোদ, এই ঝরে বৃষ্টি, সকলই নিয়মবদ্ধ এই ভুলে যাওয়া, এই দৈনন্দিনতা সেও নিয়ম, ব্যত্যয় ঘটে না কখনো, সবাই মানিয়ে নেয়, মেনে নিতে হয়... আমি বুঝিনা, আমি আসলেই বুঝি না শুধু রোজনামচার খাতা হাতড়ালে দেখি বিস্তর সাদা পাতা, বিরাট শূন্যতা

পুলিশ কি করলো? তারে বরখাস্ত করে কেনো?

পুলিশ তাদের গাড়ি থেকে একটা কিশোর অথবা তরুণকে ধাক্কা দিয়ে ফেলে দিলো, চিৎকার করে বল্ল এরে মেরে পিটাও, এ হলো ডাকাত। বীর বাংগালের সকল বীরত্ব জেগে উঠলো, সে পিটাতে শুরু করলো, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়লো, পেটাতে পেটাতে যখন বুঝলো কাজ শেষ, তখন ক্ষান্ত দিলো। পুলিশ সেই লাশ উঠিয়ে নিয়ে চলে গেলো। কি অসাধারণ দৃশ্য। টিভিতে এটি দেখানো হয়েছে, পত্রিকার অনলাই এডিশনে ভিডিও ক্লিপটি জুড়ে দেয়া হয়েছে। এবং এজন্য দায়িত্বে অবহেলার অভিযোগে এক দারোগা আর দুই সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাশাল্লাহ।