Posts

Showing posts from July, 2010

ঘোষণাপত্র

নিতান্তই এক সরল মানুষ নজমুল আলবাব মূলত সে দুঃখবোধ নিয়েই বেঁচে থাকে এই পত্র মারফত সে জানান দিতেছে যে সে মরেনাই, সে বেঁচে আছে... যারা যারা ভুলে বসে আছো বিষন্ন আলবাবকে যারা ভেবেছো কান্নার সময় ফুরলো বলে তাদের জন্য এই পত্র, হতাশ হতে হলো তোমাদের, কেননা, আলবাবরা সহজে মরে না

হবে না

আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হবে না, এই কথা জেনেছি আমি আর আমার মা ব্যর্থ মানুষেরও থাকে হিসেবের  খাতা আজন্ম বেহিসেবি আলবাবের তাও নেই

এইসব উজ্জ্বল ভালোবাসা

আমি কথা বলা বন্ধ করে দিলেই তুমি বলতে, রাগ করেছি। তুমি কথা বলা বন্ধ করলেই আমি বলতাম, রাগ করেছো। তাই আমাদের কথা বলাবলি কখনো বন্ধ হতো না। অথবা রাগ হলে আমরা কথা বলা বন্ধ করেই তার জানান দিতাম। আমরা কথা বলি না, সে অনেক দিন হয়ে গেলো। তুমি কেমন আছো তার খবর আমার কাছে নেই।, আমি কেমন আছি তার খবরও তোমার জানার দরকার পড়ে না। এইসবব অভিমানে মিশে থাকা মৃত্যুর যন্ত্রনা থেকে আমাদের বুঝিবা আর মুক্তি নেই। কেননা আমরা জেনেছি, নিজেরে পুড়িয়ে জেনেছি সেই সত্য, ভালোবাসা মানেই কাছে থাকা নয়, প্রেম মানেই নিঃশ্বাসের দুরত্বে বসে থাকা নয়। বিরহে উজ্জ্বল হয় ভালোবাসা, এই বার্তাটারে আর কে এমন ধারণ করেছে বলো?