Posts

Showing posts from May, 2015

অনন্ত বিজয়

আপনার সাথে দেখা হয়েছে অনেকবার অফিসে, রাস্তায়, ছাপাখানায়, মিছিলে আপনি কথা বলতেন নির্ভয়ে, স্থিরতায় আমার অপরিসর খুপড়িতে লাল চা হয়েছিলো কোন একদিন, বাঁধাই ঘরের সামনে দাঁড়িয়ে খুনসুটি করেছি, কার কাজ আগে করানো যায় তার জন্য তাড়া দিয়েছি মলাট মাল্লারকে মিছিলে মিশে যাওয়া মুখে আপনি ছিলেন, ছিলাম আমিও। চিৎকারে অনভ্যস্থ আমাদের গলা ভেঙে গেলে ফুটপাতের আদা চা’য়ে ভাগ বসিয়ে সুমন’দার ঘাড়ে বিলের দায় চাপিয়েছি সকলই গৌণ স্মৃতি, আমরা গৌণ মানুষ আপনি বেঁচে থাকলে কোনদিন মনে হতো না, এখন সেইসব মূখর সময়কেই বড় বেশি মৌন মনে হচ্ছে। ভালো থাকবেন অনন্ত...

বুচ্ছি, আপনে কে সেইটা বুচ্ছি

Image
কয়েকটা ছবিতে সয়লাব হয়ে গেছে ফেসবুক। এখানে একটা তুলে দিলাম। হু বিষয়টা দুঃখজনক। একটা মেয়েকে এভাবে পুলিশ নির্যাতন করতে পারে না। এর নিন্দা জানাই। কিন্তু এটা নিয়ে ঘাটাঘাটি করার কোন মানে নাই। ইউ হ্যাভ টু বুঝতে হবে, পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্যই কঠোর হতে হয়। আপনার এই ছবিটা দেখার পর কস্ট লাগবে, রাগ উঠবে, সেটাই হওয়া উচিত। আমারও হয়েছে। কিন্তু ইউ হ্যাভ টু এ তুকাতুকি মাইন্ড। আপনাকে তুকাতুকি, মানে খুঁজাখুঁজি করতে হবে। ঘটনা কী ঘটেছিলো সেটা বের করতে হবে। তখন আপনারও, আমার মতো রাগ কমে যাবে। যেমন এই ছবিটার আগের ছবি। হ্যা ওটা আপনাকে খুঁজে বের করে দেখতে হবে। সেই ছবি এম্নি এম্নি আপনাকে কেউ দেখাবে না। এটাই হয়ে আসছে এখন। সবাই সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এজন্য এই মেয়েটি মার খাবার ঠিক আগে কী করেছিলো সেটা আপনার কাছ থেকে আড়াল করা হবে। আপনি জানেন এ কি করেছিলো? হু, এইবার ২য় ছবিটা দেখুন। এই অসভ্য মেয়ে পুলিশের গাড়িতে ফুলের টব ছুড়ে মেরেছিলো! একবার চিন্তা করেনতো বিষয়টা! এভাবে রাস্ট্র চলতে পারে বলেন? একটা মেয়ে, ফুলের টব ছুড়ে মারে পুলিশের গাড়িতে! এর পরেও পুলিশকে বসে থাকতে হবে? আপনি যদি সেটা বলেন তখন আপনার অ