ঘোষণাপত্র

নিতান্তই এক সরল মানুষ নজমুল আলবাব
মূলত সে দুঃখবোধ নিয়েই বেঁচে থাকে
এই পত্র মারফত সে জানান দিতেছে যে
সে মরেনাই, সে বেঁচে আছে...


যারা যারা ভুলে বসে আছো বিষন্ন আলবাবকে
যারা ভেবেছো কান্নার সময় ফুরলো বলে
তাদের জন্য এই পত্র, হতাশ হতে হলো তোমাদের,
কেননা, আলবাবরা সহজে মরে না

Comments

  1. "আলবাবরা সহজে মরে না" ... হুম ঠিক... :)

    ReplyDelete
  2. হু, ঠিক কথা মউ।

    পুতুল: আইলাবিউ বলেই যাবো। মরে গেলেও বলবো, সমস্যা হবে না।

    ReplyDelete
  3. মুক্লা কি বলেরে???????????!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. আপনারে মরতে দিলেতো !

    ReplyDelete
  5. মরতে না দিলেও কি আটকে রাখা যায়?

    ReplyDelete
  6. bhalo lekha hoyechhe .morey geley uttoran kothaye hobey.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বাফর ঠিক্নাই

মেঘবাড়ির মানুষেরা সব মেঘেতে লুকাই

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা