ঘোষণাপত্র
নিতান্তই এক সরল মানুষ নজমুল আলবাব
মূলত সে দুঃখবোধ নিয়েই বেঁচে থাকে
এই পত্র মারফত সে জানান দিতেছে যে
সে মরেনাই, সে বেঁচে আছে...
যারা যারা ভুলে বসে আছো বিষন্ন আলবাবকে
যারা ভেবেছো কান্নার সময় ফুরলো বলে
তাদের জন্য এই পত্র, হতাশ হতে হলো তোমাদের,
কেননা, আলবাবরা সহজে মরে না
মূলত সে দুঃখবোধ নিয়েই বেঁচে থাকে
এই পত্র মারফত সে জানান দিতেছে যে
সে মরেনাই, সে বেঁচে আছে...
যারা যারা ভুলে বসে আছো বিষন্ন আলবাবকে
যারা ভেবেছো কান্নার সময় ফুরলো বলে
তাদের জন্য এই পত্র, হতাশ হতে হলো তোমাদের,
কেননা, আলবাবরা সহজে মরে না
morle ke amare alabu kobe?
ReplyDelete"আলবাবরা সহজে মরে না" ... হুম ঠিক... :)
ReplyDeleteহু, ঠিক কথা মউ।
ReplyDeleteপুতুল: আইলাবিউ বলেই যাবো। মরে গেলেও বলবো, সমস্যা হবে না।
আইলাবিউ :D
ReplyDeleteমুক্লা কি বলেরে???????????!!!!!!!!!!!!!!
ReplyDeleteআপনারে মরতে দিলেতো !
ReplyDeleteমরতে না দিলেও কি আটকে রাখা যায়?
ReplyDeletebhalo lekha hoyechhe .morey geley uttoran kothaye hobey.
ReplyDelete