আলবাব'র সময় ০৩


বেনোজলে ভেসে যায় ফসলের যৌবন।

ভেসে যায় জারুলে ফুল।

আমিও ভাসি

ইশ্বর ভাসতে শেখায়

তাই নজমুল আলবাব

ভেসে যায় সনাতনী

জল ও কাদায়

Comments

  1. আমার মামাবাড়িতে একটা দিঘি আছে। দিঘির এক পাড়ে একটা জারুলের গাছ জলের উপরে ঝুঁকে থাকে। ফুলের সময়ে ফুল ঝরে ঝরে দিঘির জল পুরো বেগুনি হয়ে যায়, আশ্চর্য সুন্দর লাগে তখন দেখতে।

    আপনার এই কবিতা পড়ে ওই দৃশ্য মনে ভেসে উঠলো। খুব সুন্দর দৃশ্য তৈরি করেন আপনি :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বাফর ঠিক্নাই

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

মেঘবাড়ির মানুষেরা সব মেঘেতে লুকাই