নির্বাসনের পদ্য
এই প্রত্ন শহরে সকলই বিন্যস্ত।
পরিপাটি ঘর, শোভন উদ্যান।
আলো ঝলমল বিপণী বিতান।
এ শহরে মানুষের শাসিত, শৃঙ্খলিত
নদী আছে এক, সোয়ার...
আছো নির্বাসিত আলবাব।
প্রত্ন শহর। অনাত্মীয় শহর।
অপরিচিত মানুষের মুখ
৯৯৯ এর পরমাত্মীয় কণ্ঠ
ছাড়া আর কেউ নেই তোমার
পরিপাটি ঘর, শোভন উদ্যান।
আলো ঝলমল বিপণী বিতান।
এ শহরে মানুষের শাসিত, শৃঙ্খলিত
নদী আছে এক, সোয়ার...
আছো নির্বাসিত আলবাব।
প্রত্ন শহর। অনাত্মীয় শহর।
অপরিচিত মানুষের মুখ
৯৯৯ এর পরমাত্মীয় কণ্ঠ
ছাড়া আর কেউ নেই তোমার
Comments
Post a Comment