Posts

Showing posts from January, 2007

শাহ আলম

শাহ আলম। প্রতিভাবান এক তরুণ। সিলেটের সাম্প্রতিক শিল্প চর্চার এক অপরিহার্য চরিত্র। নিপাট ভালো মানুষ এই ধ্যানি যুবক ছিলেন   সিলেট প্রতিদিন' র শিল্প নির্দেশক। সিলেটের সংবাদপত্র জগতে আমাদের জানামতে এই প্রথম শিল্প নির্দেশকের পদ সৃষ্টি করা হয়েছিল। এবং এটি শুধুমাত্র শাহ্ আলম-এর জন্য। কারণ তিনি এই পদ ধারণ করার মত যোগ্যতরজন ছিলেন। হ্যাঁ, 'ছিলেন' লিখতে হচ্ছে। কারণ শাহ্ আলম এখন আর নেই। আমাদের এই প্রিয় মানুষটি চলে গেছেন না ফেরার দেশে। শাহ্ আলমের মৃত্যু সিলেট প্রতিদিন' র জন্য সবচেয়ে বড় আঘাত হয়ে দেখা দেয়। কারণ শাহ্ আলম এর ভাবনার কাছাকাছি আসতে পারেন এমন কাউকেও খুঁজে পাওয়া যায়নি অথবা খোঁজার চেষ্টা করা হয়নি। আমার সাথে শাহ আলম এর সম্পর্কের কোন বর্ননা আমি দিতে পারবনা। তাঁর সাথে যখন পরিচয় হয় তখন আমরা কেউই আলাদা মানুষ হয়ে উঠিনি। কৈশোর উত্তির্ণ। শাহ আলম সবে তুলির আচড় দেয়া শিখছেন। আমি এবং আমার বন্ধুরা সংস্কৃতির নানা শাখায় হাত পাকানোর চেস্টা করছি। উনাকে চিনতাম সম্ভবত ১৯৯৩/৯৪ সাল থেকে। কিন্তু সম্পর্ক গভীর হয় ১৯৯৭ সালের এপ্রিলে। ১২ অথবা ১৩ তারিখ সম্ভবত। এম. সি. কলেজে উচ্ছাস এর