Wednesday, August 8, 2007

:: দুধ ভাত খেয়ে রোজ রাতে চাঁদ দেখি ::

সর্বত্রই নাকি ইদানিং বহে শান্তির সুবাতাস, ইদানিং নাকি

হররোজ পূর্নিমা ভর করে আমাদের আকাশে আর আমরা নাকি

প্রতিদিন করি কুর্নিশ মহামান্যকে, বলি বড় ভাল কাটে আমাদের

দিবারাত তোমারই রাহে হে মহান।


আমরা কেউ কেউ স্বপ্নবাজ হয়েছি, জেগে জেগেই দেখি

দুধভাতে ভরে গেছে আমাদের থালা আর আমরা চিমটিও

কাটিনা নিজের শরিরে সত্য যাচাই করতে হয়না।


বেহেস্তি পোষাকের রঙ নাকি সবুজ আর দোজখের কালো!

কবে কোন মোল্লা শিখিয়েছে এমন বচন!


মোল্লারাও আর এখন তমদ্দুনের গান গায়না।

সকল রঙের পোষাকেই নাকি শান্তি আছে, আছে বেহেস্তের ছটা

অচিরেই জারি হবে এমন ফতোয়া।

No comments:

Post a Comment