Tuesday, March 17, 2009

অবসাদের কাব্য

সঙ্গম শেষে মানুষ মূলত ক্লান্তই হয়।
তবু প্রতিরাতে শহরে, গ্রামে, নিয়নে ও জোনাকের আলোতে
মানুষ মিলিত হয় জৈবিক উল্লাসে।

দীর্ঘ বিরতি বিরহের মতোনই কাঙাল করে, বিলাপ শেখায়।
সময় বেঁধে স্কুলের পেছনে প্রেমিকার জন্যে অপেক্ষা করা বালক জানে
ঘড়ির কাটা কতো স্থবির, কচ্ছপ। দুপুরের ছায়া লেপ্টে থাকে, দুঃসময়ের মতো।

বিকেল হতে কতক্ষণ লাগে?
আজ বিকেল হবে কখন?

No comments:

Post a Comment