Monday, October 20, 2008

আলবাব'র সময় ০৪

ধেয়ে আসছে অশ্লিল আলোর ঝলকানি
মৃত জোনাকে ভরে গেছে বড়গুলের মেঠোপথ

বড়ো বেশি ম্লান চাঁদ সোডিয়ামের মতো হেপাটাইটিস আক্রান্ত, অসুস্থ

দুরে, দুরে, আরও দুরে যতোটা গভীরে যাওয়া যায়, যাও
আলবাব, বেঁচে থাকার মতো মধুময় আর কিছু হতে পারে না।

No comments:

Post a Comment