উপসংহার

একজন বল্লেন সকল দায় তোমার,

একজন কথা বলা বন্ধ করে দিলেন,

বাজারে ছড়ালেন নানান বদনাম।

অন্য আরেকজন বল্লেন, তোমাকে দিয়ে কিছুই হবে না,

অথর্বরা কিছুই করতে পারে না জীবনে।

আমি দেখলাম, জানলাম, ব্যবহার শেষে মানুষ

ময়লার ঝুড়িতে ফেলে ন্যাপকিন, অবহেলায়।

তারচে বেশি ঘৃনা নিয়ে মানুষ, মানুষকে ছুড়ে ফেলে প্রয়োজন শেষে।

Comments

  1. ব্লগ পড়শিতে একদা আমিও ছিলুম, তাকিয়ে তাকিয়ে দেখলুম........ ঝেঁটিয়ে বিদেয় করে দেয়া হয়েছে।

    ReplyDelete
  2. মারাত্মক লিখছেন বস!

    *****

    ReplyDelete
  3. প্রিয় সুমন মাহবুব,

    এইটা একটা বিরাট মিস্টেক
    তয় কাজটা আমার না
    মুক্লার
    সে এই থিম দিছে আমারে
    এইটা লাগানোর সাথে সাথেই
    অনেক জিনিস হাওয়া...!!!

    সাম্প্রতিক মন্তব্য নাই...!!!
    পড়শি নাই...!!!
    হিটকাউন্টার নাই...!!!

    এরপর যারা যারাই এখানে আসছেন, এবং জানান দিচ্ছেন তাদেরকে এড করছি, এই যেমন আজ আপনাকে করছি।
    ভুলবুঝাবুঝি বড়ো বেদনাদায়ক হে ভ্রাতা...



    মুকুল ভাই, ধন্যবাদের জবাবে একটা ধন্যবাদই না হয় দিই।

    ReplyDelete
  4. সাম্প্রতিক মন্তব্য নাই...!!!
    পড়শি নাই...!!!
    হিটকাউন্টার নাই...!!!

    = = =

    অপু ভাই, শুধু আপনার না, আমারও হৈছিলো এইরাম। :-(

    পরে ম্যানুয়ালি সব অ্যাড কর্তে হৈছে।

    কমেন্ট আরএএস যোগ করে দেন।
    হিট কাউন্টারে কোড সংশ্লিষ্ট সাইট থেকে লগইন করে কপি করে নিন। সাইটের নামধাম ভুলে গেলে মেইল আর্কাইভে একটা সার্চ দেন। পাওয়ার কথা!

    ReplyDelete
  5. মুকুল ভাই আবারো ধন্যবাদ।

    হিটকাউন্টার আর লাগাতে চাই না। মন্তব্যটাও আর দরকার নাই। দেখতে ভালোই লাগছে।

    ReplyDelete
  6. 'তারচে বেশি ঘৃনা নিয়ে মানুষ, মানুষকে ছুড়ে ফেলে প্রয়োজন শেষে।"
    সেটাই...
    কবিতা ভালো লাগলো...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

ম্লান আলোয় দেখা টুকরো শৈশব ০২

বিকেলের রোদে দেখা মেয়ে