বন্ধ্যাসময় ১

আঙুলের টোকায় জেগে ওঠা অক্ষর
আর শব্দে পরিণত হয় না। সকলি তবে
গরলে ভেসেছে। আলবাব মৃত আজ, কবিতা
কিংবা সংসার সবখানে বেজেছে ছুটির ঘন্টা,
অকপট বাক্যবন্ধুরা পালিয়েছে, মদেমত্ত হয়ে
তুলেছে সুর মৃদঙ্গে,
আমি সকল সুর হতে বিচ্ছিন্ন আজ,
মৃত মাছের মতো আকাশ দেখি...

Comments

  1. ভাল লেগেছে আলবাব ভাই।

    ReplyDelete
  2. ধন্যবাদ মুকুল এবঙ toxamia

    এই বিরাণ জনপদে পদস্পর্শ পাওয়াটা বিরাট ভাগ্যের বিষয়। অনেক ধন্যবাদ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

ম্লান আলোয় দেখা টুকরো শৈশব ০২

বিকেলের রোদে দেখা মেয়ে