:: এক হাতে আর তালি বাজাবনা ::

আর ভাল্লাগেনা, পেছনের বেঞ্চে বসে বসে আমি ক্লান্ত।
মনোযোগহীন হয়ে থাকতে আর ভালো লাগেনা,
একদম ভাল্লাগেনা, একদম...

মিছিলের পেছনে আর কত হাটব?
এবার আমি সামনে আসতে চাই।
আর কত অন্যের তোলা সুরে গলা মেলাব?

এক হাতে তালি বাজাতে বাজাতে হাত
তার স্বতস্ফুর্ততা হারিয়েছে। সে এখন
সঙ্গি খোঁজে। এবার আমি শীতঘুমে যাব
দেখি কেউ আমার ঘুম ভাঙ্গাতে আসে কিনা

Comments

  1. একহাতে তালি বাজানো ভাল কাজ না। ভাগ্যিস, তালি বাজাবার জন্য অন্তত একটা হাত আছে আপনার...আমার তাও নেই!

    ReplyDelete
  2. মারাত্নক :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

ম্লান আলোয় দেখা টুকরো শৈশব ০২

মিহিদানা