আমার শিশু বয়েস থেকেই আব্বারে তার ঢং সম্পর্কের লোকজন বুড়া বলে ডাকতো। আমারে বলতো বুড়ার পোলা! আমিতো চেইত্যা মেইত্যা শেষ... ক্যান আমার আব্বারে বুড়া বলবে, ক্যান আমারে বুড়ার পোলা বলবে। তারা বলতো, তোর বাপের ইয়া বড়ো দাড়ি আছে, মাথায় কিস্তি টুপি পরে!!! এইটা ঠিক, আব্বার ইয়া বড়ো দাড়ি, টুপি, সাথে সার্বক্ষণিক পাঞ্জাবি। বুড়া না বলে করবে কি লোকে? কিন্তু আমার উত্তর একটা ছিলো তখনও, বলতাম, আব্বার মাথার চুল গুলো হঠাৎ করে সরে গিয়ে মুখের দিকে চলে আসছে বলে দাড়ি হয়ে গেছে, আর মাথার চুল সরে যাওয়ায় সেটা ঢেকে রাখার জন্যই টুপি পরে! এইটা একটা বাস্তব সম্মত যুক্তি হিসাবেই আমি বলতাম। কিন্তু আমার পুংটা মামুরা সেইটা মানতো না। তারা বিতিকিচ্ছরি কাণ্ড করতো, অন্তত যতক্ষণ না আমি নানাবাড়ির উঠানের ঠিক মাঝখানে হাত পা ছড়িয়ে কানতে শুরু করতাম, কিংবা চ্যালা কাঠ নিয়ে ধাওয়া দিয়ে তাদেরকে নানাবাড়ির ১০ তলা সমান টিলা থেকে নিচে নামিয়ে না দিতাম, ততক্ষণ চলতে থাকতো। বেশিরভাগ সময় নানীর কঠোর হস্তক্ষেপে আমি উদ্বার পেতাম। তখন রাগ হতো আব্বার উপর, কি দরকার ছিলো এতো তাড়াতাড়ি দাড়ি রেখে ফেলার! কই আবুল হায়াততো দাড়ি রাখে নাই! তো সময় যত যেতে লাগলো ...
মিহিদানার কি আরো পর্ব আসার সম্ভাবনা আছে ???
ReplyDeleteএইটারে আর আগে বাড়ান না?
ReplyDeleteটক্স এবং বদ্দাকে ধন্যবাদ এই বিরান জনপদে প্রাণ প্রতিষ্ঠার জন্যে।
ReplyDeleteএই লাইনগুলো যখন পেয়েছিলাম তখন সাখে আরও কিছু কথামালা ছিল! পুত্রের পিতা যেহেতু হয়েছি আর এই মাত্র বছরখানেক আগে খেয়েছি জলপাই দাবড়ানি, তাই স্বপ্রণোদিত সম্পাদনার ভেতর দিয়েই যেতে হলো।
বড় ভয়গো দাদা, বড় বেশি ব্যর্থতা ঘিরে থাকে আমাদের সবসময়।
ব্লগের নতুন জামা দেখে বেশ লাগল।
ReplyDeleteNice blog.
ReplyDeleteElection knocking at door but see War criminals are asking for votes. Here is one Presentation we are sharing in our blogs. If you feel ok, add that video presentation. http://fresnel-lens.blogspot.com/2008/12/14-war-criminals-in-forthcoming.html