তারপর ঝুম ঝুম করে মেঘ নেমে আসে। আমাদের ঘিরে ধরে। পর্দার পর পর্দা পড়তে থাকে। চোখের সীমানা ছোট হয়ে আসে। একটা হালকা স্বচ্ছ চাদরে ঢাকা পড়ে আমাদের চারপাশ। মেঘবাড়ির মানুষ আমরা, মেঘেতে হই মশগুল... তারও আগে, ভোর হবার আগে আকাশ ভেঙে পড়ে বাড়ির ছাদে, পাশের টিলায়, ঝুম ঝুম শব্দ হয়। বারান্দায় দাড়িয়ে রাতের আলোয় দেখি সেই জলধারা। জঙ্গলযাত্রা শুরু করবো, অপেক্ষা। এই পথে এর আগে যখন গিয়েছি, সেদিন রানা ছিলো। মাঝখানের দশকধরা বিচ্ছিন্নতার পর সেটা আমাদের লম্বাযাত্রা। এই সড়কটা প্রিয় আমার। দুপাশে বিস্তির্ন ধানক্ষেত, বর্ষায় জলে টইটম্বুর। সবুজ। একটা রেলপথ এই আসে, এই দুরে সরে যায়। সবুজ বাড়তে থাকে। ছোট ছোট টিলা, ঘন সবুজ, মাটির ঘ্রাণ, নাম না জানা বুনো ফুলের ঘ্রাণ, অচেনা মানুষের মুখ। মনে হয় এই বুঝিবা হারিয়ে যাচ্ছি, অথচ হারানো হয় না। পালাতে চাইলেও পালানো যায় না, তবু কিছুটা সময় গোপন থাকা যায় নিজের খোলসে। এবার এই পথে আমার সঙ্গি শাওন, সায়েম, শান্ত আর আরেকটা শাওন। বাবাইকে নিয়ে আমি আর তুলি এই পথে ভুল করে একবার ঢুকে পড়েছিলাম বছর তিনেক আগে। হারাচ্ছি, হারাচ্ছি কিন্তু হারাচ্ছি না এমন একটা পথ, আ...
"আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হবে না"
ReplyDelete.....................
ধন্যবাদ মউ
ReplyDeleteথিম সিরাকাম হৈছে ।
ReplyDeleteভালো লাগলো অপু ভাই!
ReplyDeleteথ্যাংকস হাসিব ভাই। অনেক কষ্টে এইটারে দাড় করাইছি। মাঝখানে কয়েকদিনতো যা একখান সিরি হইছিলো। আমার নিজেরই বমি আসতো।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ পান্থ।
ReplyDeleteদারুণ থিম!
ReplyDeleteম্যালা দিন পর লিখলেন ব্লগে! :-)
ধন্যবাদ মুকুল। আরে নাহ। ইদানিং লিখছিতো এখানে নিয়মিত।
ReplyDelete"নজমুল আলবাব said..., আমার নিজেরই বমি আসতো।"
ReplyDeleteআপনার এই বমির প্রকোপটার জন্য অভিনন্দন জানাব নাকি দুঃখ প্রকাশ করব বুঝতে পারছি না :)!
অফ-টপিক:
আপনার মেইল আইডি নীচে কোথায় খুঁজে পেলাম না তো...!
আপনি আমার মেইলে একটা কবুতর পাঠান:
alimahmed.bangladesh@gmail.com
অপু,তুই কবিতা লিখিস ভালো। এই কথাটা বারবার বলতে চাই,বন্ধু।
ReplyDeleteসুমিমা ইয়াসমিন
সুমি
ReplyDeleteতুই কমেন্ট করিস ভালো। লিখিসও ভালো। আমার চে অনেক ভালো গদ্য লিখিস।
Bah chomotkar likhechen
ReplyDeletesong : বদলে গেছে পৃথিবী singer : (টিপু) Album : Aloron. can anyone help me to download this song?
ReplyDeleteApu vai apnar to tobu amma janten, amar ami chara keu janena :p
ReplyDeleteRashed