মিহিদানা

১.
বোধের জ্বালামুখে কড়িকাঠের আদর দিতে নেই
অগ্নুৎসব শুরু হয় তাতে, অভিমানে গলে যেও না।
এইসব ভড়ং তোমাকে বিভ্রান্ত করার কৌশল ছাড়া
আর কিছুই নয়।


২.
কারো কারো মন খারাপেরও অধিকার নেই,
কেউ কেউ দীর্ঘশ্বাসের জন্যেও কাঙাল থাকে।


৩.
আধার হলেই আদরে ধরে, নিঃশ্বাসের ঘ্রাণ নিতে ইচ্ছে হয়...

Comments

  1. ইচ্ছে হয় সে আধারেই ধরা দিয়ে কাটিয়ে দেই বাকী জীবন।

    ReplyDelete
  2. অনেক অনেক ধন্যবাদ পিপিদা। সচলে কমেন্ট দিয়ে এই বিরাণ ভুমিতে আবার কষ্ট করে আসার জন্যে।

    ReplyDelete
  3. বিরাণ ভূমিতে পদচারণার আনন্দ আছে কিন্তু।

    ReplyDelete
  4. ভাই বৈদেশী নেট নিয়া যা করলেন। কমেন্ট দিতে না দিতেই জবাব! আমিতো সেই কমেন্ট পড়তে গিয়েই জান কাবার করে ফেল্লাম।

    আপনার ব্লগ দেখার খায়েশ ছিলো। পারলাম না। আশাকরি কাল অফিসে বসে সফল হবো।

    ReplyDelete
  5. ঠিক আছে বাউল ভাই। আমার সাইটে একটা পোস্ট আছে যেখানে অনেকগুলো ছবি আছে। সেজন্য মনে হয় দেখতে পারেননি। পোস্টটা প্রথম পাতা থেকে সরিয়ে দিলাম। আশা করি আপনি কাল অফিস থেকে দেখতে পারবেন। ইদানিং নিজের ব্লড়ে দুচার কথা লিখতেছি। অনেক আগে শুরু করেও তেমনভাবে লেখা হয়নি এখানে। সচলায়তনে লেখালেখি শুরুর পরে ব্লগে লেখা একেবারেই বন্ধ ছিল। এখন আবার টুকটাক লিখছি-- যেগুলো সচলে দেয়া যায়না।

    ReplyDelete
  6. আধার হলেই আদরে ধরে, নিঃশ্বাসের ঘ্রাণ নিতে ইচ্ছে হয়...

    হ! :-(

    ReplyDelete
  7. কি মিয়া । একবারে উধাও হয়ে গেলেন নাকি ? লেখেন টেখেন না একেবারে ঘটনা কি ?

    ReplyDelete
  8. হাসিব ভাই, লিখতে পারি না, লেখারা পালায়া গেছে।

    তবে ঘটনা হইলো, আপনে এই প্রশ্ন আমারে কল্লেন!!! অবাক হইলাম, মিয়া আম্নে নিজেওতো এক খেলাপি।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

ম্লান আলোয় দেখা টুকরো শৈশব ০২

বিকেলের রোদে দেখা মেয়ে