এইসব উজ্জ্বল ভালোবাসা

আমি কথা বলা বন্ধ করে দিলেই তুমি বলতে, রাগ করেছি। তুমি কথা বলা বন্ধ করলেই আমি বলতাম, রাগ করেছো। তাই আমাদের কথা বলাবলি কখনো বন্ধ হতো না। অথবা রাগ হলে আমরা কথা বলা বন্ধ করেই তার জানান দিতাম।


আমরা কথা বলি না, সে অনেক দিন হয়ে গেলো। তুমি কেমন আছো তার খবর আমার কাছে নেই।, আমি কেমন আছি তার খবরও তোমার জানার দরকার পড়ে না।


এইসবব অভিমানে মিশে থাকা মৃত্যুর যন্ত্রনা থেকে আমাদের বুঝিবা আর মুক্তি নেই। কেননা আমরা জেনেছি, নিজেরে পুড়িয়ে জেনেছি সেই সত্য, ভালোবাসা মানেই কাছে থাকা নয়, প্রেম মানেই নিঃশ্বাসের দুরত্বে বসে থাকা নয়। বিরহে উজ্জ্বল হয় ভালোবাসা, এই বার্তাটারে আর কে এমন ধারণ করেছে বলো?

Comments

  1. ভালোবাসা মানেই কাছে থাকা নয়,প্রেম মানেই নিঃশ্বাসের দুরত্বে বসে থাকা নয়।...খুব সুন্দর লাগলো!

    সুমিমা ইয়াসমিন

    ReplyDelete
  2. বিরহে উজ্জ্বল হয় ভালোবাসা, এই বার্তাটারে আর কে এমন ধারণ করেছে বলো?

    ReplyDelete
  3. হাসিব্বাই, সুমি, মউ এবং মুকুলকে অনেক অনেক ধন্যবাদ এই নিরব প্রান্তরে আসার জন্যে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

ম্লান আলোয় দেখা টুকরো শৈশব ০২

বিকেলের রোদে দেখা মেয়ে