জ্বরগ্রস্থ বাক্যবিন্যাস

১.


কৈশোরের জ্বরে

মরে যাওয়ার ইচ্ছে হত।


এখন

শুধু তোমার কাছে

আসতে ইচ্ছে করে।



২.


যতই গভীরে যাই কোমল

কোমল কোমল পলি

আমি চাষে মাতি...


ফসলের ঘ্রানে মেতে উঠুক

উঠোন তোমার আমার




অতিথি বলেছেন :
২০০৭-০২-০৩ ০৮:২২:২০
দ্্বিতীয়?ভাল হইছে। চুপেচুপে আসেন আর গ্যাপে গ্যাপে দেখা হয়! ঘটনাটা কি?



নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৩ ০৮:২৫:৩২
ধন্যবাদ,একটু সমস্যায় ছিলাম কৌশিক ভাই। ঝামেলাময় জীবনরে ভাই।


মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০২-০৩ ০৮:২৬:০৪
ঘটনাটা কি ?ভাবীরে কয়া দিমু !


আলভী বলেছেন :
২০০৭-০২-০৩ ০৮:২৬:০৬
জটিল হইছে ম্যান।


নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৩ ০৮:৩১:৩৭
মাহবুব ভাই ডর দেখান কেনরে ভাই?আলভী: মানুষের চোইতেওকি বেশি জটিল?


অতিথি বলেছেন :
২০০৭-০২-০৩ ১০:১১:৪৭
কঠিন................তয় মানুষের মত নয়......


নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৩ ১১:০৪:৪৭
ঘটনাটা কী? সবাই বলে কঠিন, জটিল...!এরচেয়ে সহজ আর কী হইতে পারে...ধন্যবাদ আবু সালেহ


অতিথি বলেছেন :
২০০৭-০২-০৩ ১১:২৭:০৬
সেই যে নাই হইলেন আর দেখা মিললো এখন।পোলার কি অবস্থা?


নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৩ ১১:৩০:৩৯
ভাল এখন।আসলে বুঝলাম এখন কতটা জড়াইছি জীবনের প্যাচে!কেমন আছেন?


অতিথি বলেছেন :
২০০৭-০২-০৩ ১১:৪০:১৭
ঐ আরকি!অল টাইম হিট...


অতিথি বলেছেন :
২০০৭-০২-০৩ ১২:৫৫:৪৯
হুম!ঠিকাছে এখন?


নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৩ ১৩:০২:০২
হু


অতিথি বলেছেন :
২০০৭-০২-০৩ ১৩:০৫:২২
ওকে , পরে কথা হবে বাকী সব ।


অতিথি বলেছেন :
২০০৭-০২-০৩ ১৩:৫৩:০৫
লেমন জুস!


নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৩ ১৭:১৯:২০
লেমন জুস খুব পছন্দ করেন নাকি শিমুল? আমারও ভাল লাগে।



অতিথি বলেছেন :
২০০৭-০২-০৩ ১৭:৩৮:৪৭
আদার জু্যস খাইছেন?



নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৩ ১৭:৪০:৫৬
খাই নাই তবে খাওয়াইছি অনেকরে।আরেকজনরে খাওয়ানোর প্রস্তুতি নিতেছি। @ ধুসর

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৪ ০৭:২৬:৫৭
পছন্দ মানে? হেভী জিনিস! খাঁ খাঁ গরমে বাসায় ফিরে...। আহ্!

নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৪ ০৭:৩৭:১৭
ধুসর বল্ল আদার জুসের কথা। কোন মন্তব্য আছে? @ শিমুল

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৪ ০৭:৪৪:১৬
যতটুকু জানি - বিভিন্ন সময়ে ধুসর আদাজল খেয়ে মাঠে নামতো। ঐটাই মনে হয় - আদার জুস! ঠান্ডার দেশে থাকলে ঐটা খাইতে হয়।আমার আর আপনার মতো নাতিশীতোঞ্চ দেশে থাকলে লেমন জুসই ভরসা!কী বলেন?

নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৪ ০৭:৪৬:৩৭
হা...হা...লাস্ট গল্পটা খুব ভাল লাগছে। দারুন লিখছেন।

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৪ ০৭:৫৭:১১
থ্যাংকস্!ওখানে আপনার কমেন্ট পড়ে আমি আবেগী হয়ে পড়েছি। ধন্যবাদ এখানে জানালাম, ওখানেও বলবো! ভালো থাকুন!

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৪ ০৭:৫৮:২০
ধুসর আসার আগেই এখান থেকে ভাগি, নাইলে আমাকে আদাজল খাইয়ে ছাড়বে!!!!!!!!!

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৪ ২১:০৪:২০
খবরদার ভাই...!!!এইসব কি হইতাছে শুনি?আমার জমিতে আপনি চাষ করবেন কেন?

নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৫ ১০:১১:০২
চাষতো চাষইতোমার আমারকীহে অনন্ত

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৫ ২২:৪০:৫৬
হে জ্বরগ্রস্ত বালক, সম্ভব হইলে জিমেইলে আইসো ।

নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৫ ২২:৪৮:২০
জ্বরগ্রস্ত বালক এখন জিমেইলে...

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৫ ২৩:৪৫:২২
হাহাহা @ শিমুলনজমুল ভাইয়ের কী অবস্থা? কদম্ব তল হইতে রিট্রিট করেছেন নাকি?

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৫ ২৩:৪৮:৩৯
কোপানি হইছে বাক্যবিন্যাসগুলান!!!! পুরা কোপানি................................

নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৭ ০৬:৩৮:১১
কোপায়া যান দ্রোহী, ধুসর কদম্বতো ছাড়েনারে ভাই, বড়ই আজব নেশা

অতিথি বলেছেন :
২০০৭-০২-০৭ ০৬:৪৮:৫২
হ্যাঁ.........যতদিন বাঁচবো, ততদিন কোপাবো।নাহলে জমি চাষ দিব কিভাবে?

নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৭ ০৬:৫১:৫৬
শুভকামনা দ্রেহীর জন্য
অতিথি বলেছেন :
২০০৭-০২-০৭ ০৬:৫৩:৩২
জি্ব, ধন্যবাদ।
মাশীদ বলেছেন :
২০০৭-০২-০৭ ২২:৪৫:০৩
সবার সাথে সহমত।খুব, খুউব সুন্দর।
নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৭ ২৩:০৫:৫৮
ধন্যবাদ মাশীদ
অতিথি বলেছেন :
২০০৭-০২-০৯ ২১:২৩:৩৭
সুন্দর!
নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০২-০৯ ২৩:৩৩:৩৫
সাদিক : ধন্যবাদ

Comments

Popular posts from this blog

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

ম্লান আলোয় দেখা টুকরো শৈশব ০২

মিহিদানা