বেহুলা হবে...



রাতের আকাশ তারা ভরা।

পাশে লাশ, একাকী বেহুলা।



নাচে কংকাল তা-ধিন-ধিন।

পরাণ বন্ধু বাজায় বীন।

বীনের সাথে বাজছে বাঁশি।

কিসের বাঁশি? হাড়ের তৈরি।



মাথার খুলি এসট্রে হলে,

ফিল্টার হবে হাতের হাড়ে।

আলবাব হলে লখিন্দর,

বেহুলা তবে কে? তুমি হবে?



স্কেচ:নীলু সিনহা


Comments

Popular posts from this blog

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

ম্লান আলোয় দেখা টুকরো শৈশব ০২

মিহিদানা