জলজ বিষন্নতা

অনেকের মাঝে থেকেও
আমি ঠিক ঠিক একা হয়ে যাই
জলের মায়ায় বেড়ে উঠা জলজ বৃক্ষের মত
মাছেদের সাথে ভেসে থেকেও প্রজাতি ভিন্ন

Comments

  1. এতো তাড়াতাড়ি ফুরোল!
    হায়, বিষণ্ণতা তো নয় তত স্বল্পায়ু...

    (এই অধমের জন্য আলবাবের রচনার অর্থ মুগ্ধতা আর ঈর্ষার যুগলবন্দী; অনেক আগে থেকেই, নতুন কিছু না। তাই বোধহয় প্রজাতি'র ই-কারটা দীর্ঘ হওয়ায় চোখে লাগল।)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

ম্লান আলোয় দেখা টুকরো শৈশব ০২

মিহিদানা